পুলিশের বিরুদ্ধে ফের একবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা। প্রথম থেকেই কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মৃত চিকিৎসকের পরিবার এবং জুনিয়র চিকিৎসকরা।
রবিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র ডাকে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। সেই মিছিলে পা মেলান 'তিলোত্তমা'র মা ও বাবা সহ তাঁর পরিবার। মিছিল শেষে ধর্মতলায় একটি প্রতিবাদ সভা হয়। সেই সভা থেকেই কলকাতা পুলিশের দিকে আঙুল তুলেছেন তিলোত্তমার মা।
মৃত চিকিৎসকের মা বলেন, 'এই মামলার শুরু থেকেই পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেনি। আমার মেয়ের খুব ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। ও বলতো মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতেই বলি হয়ে গেল। ওকে যখন অত্যাচার করছিল ও হয়তো মা মা বলেই চিৎকার করেছে। ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেল'।
তিনি আরও বলেন, "দেশে বিদেশে মানুষ যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাতে আমরা শক্তি পাচ্ছি। সরকার মানে পুলিশ প্রশাসন যেভাবে প্রথম থেকে অসহযোগিতা করেছে, তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়ত আশার আলো দেখতে পেতাম। এমন ঘটনার পরও পুলিশ সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। প্রমাণ লোপাটের চেষ্টা করেছে।"
তিলোত্তমার বাবা বলেন, "মানুষ যে আন্দোলনে নামছেন এটাই আশা জাগিয়েছে আমাদের, আমরা আশা করছি আমার মেয়েটা বিচার পাবে। হ্যাঁ, এটা জানি, সহজে বিচার পাওয়া যায় না। আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমি আশা করছি সকলে আমাদের পাশে থাকবেন"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন