দুর্বৃত্ত, বহিরাগতমুক্ত কলেজ প্রাঙ্গণের দাবি তুলে এবার পোষ্টার হাতে কলেজের গেটের সামনে ধর্নায় বসলেন খোদ অধ্যক্ষ। যা নিয়ে উত্তপ্ত কলেজ প্রাঙ্গন। ঘটনাটি যোগেশচন্দ্র কলেজের। কলেজের গেটে ধর্নায় বসেছেন অধ্যক্ষ পঙ্কজ রায়। পাশাপাশি, এই নিয়ে থানাতে এফআইআরও দায়ের করেছেন তিনি।
কেন খোদ কলেজের অধ্যক্ষের এমন পদক্ষেপ? অধ্যক্ষ পঙ্কজ রায়ের অভিযোগ, সাবির আলি নামে এক যুবকের নেতৃত্বে কলেজে বেশ কিছুদিন ধরেই বেড়েছে দুর্বৃত্তরাজ। একইভাবে বেড়েছে বহিরাগতদের বাড়বাড়ন্ত। সে কলেজের বিভিন্ন অনুষ্ঠানেই হোক বা ভর্তিতে। সঙ্গে কলেজ ক্যাম্পাসে চলছে অশ্লীল ভাষায় গালিগালাজ। যার ফলে ব্যতিব্যস্ত অধ্যক্ষ।
তাই এবার নিজেই পোষ্টার হাতে নিয়ে কলেজের বাইরে ধর্নায় বসলেন অধ্যক্ষ নিজেই। পাশাপাশি, চারুচন্দ্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এবিষয়ে সংবাদ মাধ্যমে অধ্যক্ষ পঙ্কজ রায় জানিয়েছেন, “আমাদের এমন অবস্থায় দাঁড় করিয়েছে। বিশেষ করে শিক্ষাঙ্গনকে। আমাদের কলেজে দীর্ঘদিন ধরে সাবির আলির নেতৃত্বে দুর্বৃত্তরাজ চলছে। টাকা নেওয়া থেকে কোনও অনুষ্ঠান হোক কিংবা ভর্তি-পরীক্ষা, সব সময় এই সমস্ত বহিরাগতরা আসে। এঁরা কিন্তু কোনওদিনই এই কলেজের ছাত্র নন। তাঁদের দিয়ে যে শব্দ, ভাষা ব্যবহার করা হয় তা গুলি করার থেকেও বেশি খারাপ।“
এরপরেই অধ্যক্ষ জানান, 'আমি চারু চন্দ্র থানায় অভিযোগ জানিয়েছি। সিপিকেও বলেছি। গতকাল রাত্রে রাজ্যের হোম সেক্রেটারি, রাজ্যপাল, কলকাতা বিশ্ববিদ্যালয় সবাইকে জানিয়েছি।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন