মুখ্যমন্ত্রীর আশ্বাস বাস্তাবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতি তুলবেন না জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের শুনানির উপরও কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর গভীর রাতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে গিয়ে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। সেখানে তাঁরা বলেন, “আমরা আলোচনায় বসার সদিচ্ছা জানিয়েছিলাম আগেই। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেবেন। আন্দোলনের বড় জয় এটা। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসি নর্থকে সরানো হবে, এটাও আমাদের আন্দোলনের বড় জয়। আন্দোলনকারীদের কাছে নতিস্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর আমাদের জয় হয়েছে। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স— সকলের। সবাই পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না। সে জন্য সকলকে ধন্যবাদ।''
তাঁরা আরও বলেন, “তবে এটা মৌখিক আশ্বাস। আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ধর্না, বিক্ষোভ নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না। সুপ্রিম কোর্টের শুনানিও শুনবো। তারপর সব মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে কর্মবিরতি তোলার কথা ভাবা হবে। আমাদের বোনের বিচার এখনও বাকি আছে। লড়ছি, লড়ব।''
অন্যদিকে এদিন জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের আগে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি।'' তিনি জানান, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে। বিনীত গোয়েলকে নিজের পছন্দের পদ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন