আর জি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ‘লালবাজার অভিযান’ –এ ধুন্ধুমার। বুধবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে শুরু হওয়া মিছিল আটকে দেওয়া হল ফিয়ার্স লেনে। এরপর পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বাঁধে। যার ফলে আটক করা হয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে। এদের সবাইকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
গত কয়েকদিন ধরেই কংগ্রেসের এই লালবাজার অভিযানের কথা শোনা যাচ্ছিল। মঙ্গলবার বড়বাজার সংগাঠনিক জেলার তরফে এই অভিযানের কথা ঘোষণা করা হয়। আর জি কর কাণ্ডের প্রতিবাদ এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই অভিযান কংগ্রেসের।
বুধবার দুপুর দেড়টা নাগাদ কলেজ স্কোয়্যার মোড় থেকে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল লালবাজারের দিকে এগোতেই ফিয়ার্স লেনে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। পুলিশি বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীদের একাংশ। এর পরই শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মীদের।
কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিশের ধরপাকড়। আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, মিতা চক্রবর্তী, সন্তোষ পাঠক, রোহন মিত্র-সহ আরও অনেককে আটক করা হয়েছে। জানা গেছে, তাঁদেরকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে।
এরপরেও বাকি নেতা-কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে কথা বলা হয়। তাঁদের বোঝানোর চেষ্টা করা হয়, মিছিল এগোতে দেওয়া যাবে না। কংগ্রেস কর্মী ও সমর্থকরা নিজেদের দাবিতে অনড়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন