আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিচার চেয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই বিক্ষোভের জেরে এবার পদত্যাগ করলেন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি, লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে।
সোমবার সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের কথা জানিয়ে সন্দীপ বলেন, ‘‘আমার ইস্তফাই ছাত্রছাত্রীদের কাম্য ছিল। সারা রাজ্যের এটাই কাম্য ছিল বলে আমার মনে হয়েছে। আশা করব, এ বার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন। গত কয়েক দিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। তাই আমি পদত্যাগ করলাম। আশা করি আপনারা ভাল থাকবেন।’’
তিনি আরও জানান, ‘‘আমার মুখে কথা বসিয়ে রাজনীতির খেলা চলছে। বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে। আমি কোনও দিন এ সব খেলা খেলিনি। আমি সরকারি কর্মচারী। শেষ মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করব। আশা করব, ছাত্রছাত্রীরা শীঘ্রই কাজে যোগ দেবেন।’’ তিনি এই ঘটনায় কিছু ‘স্বার্থান্বেষী বিরুদ্ধে গোষ্ঠী’র বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। যদিও কোনও নাম প্রকাশ্যে আনেননি তিনি।
তবে অধ্যক্ষের মুখের কথা মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁরা অধ্যক্ষকে লিখিত পদত্যাগ পত্র জমা দেওয়ার দাবি তুলেছেন। পদত্যাগের খবর পেয়ে এক আন্দোলনকারী জানিয়েছেন, ‘‘মুখের কথায় আমরা বিশ্বাস করি না। আমাদের লিখিত পত্র চাই। সব দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ, অধ্যক্ষের পদত্যাগ আমাদের একমাত্র দাবি ছিল না।“
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত শুক্রবার থেকে প্রতিবাদে নেমেছেন কলকাতা-সহ জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রথমে তাঁরা জরুরী বিভাগ বাদ দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তবে সোমবার থেকে জরুরী বিভাগেও কর্মবিরতির ডাক দিয়েছে তাঁরা। বাংলার পাশাপাশি গোটা দেশেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। স্লোগান উঠছে, ‘নো সেফ্টি নো ডিউটি’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘নিরাপত্তা না পেলে পরিষেবা নয়’। যার জেরে সমস্যার পড়তে হচ্ছে রোগীদের। এই আবহে রবিবারই দায়িত্ব থেকে সরানো হয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। এবং সোমবার অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন