বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ শুক্রবার এনআরএস হাসপাতালে দেহদানের মাধ্যমে তাঁর শেষ যাত্রা সম্পন্ন হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট মারফতও শোক জ্ঞাপন করেছিলেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চিঠিতে উল্লেখ করেছেন, ‘‘ভারত এমন এক ব্যক্তিকে হারাল, যাঁর উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আদর্শগত গোঁড়ামির সীমা অতিক্রম করে, নানা প্রতিকূলতার মোকাবিলা করে তিনি (বুদ্ধ) বাংলার উন্নয়নে নতুন যুগের সূচনা করেছিলেন।’’ রাহুল জানিয়েছেন, সিপিআইএমের প্রতি বুদ্ধবাবুর অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পর বুদ্ধদেব ভট্টাচার্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলার প্রতি আস্থা ফেরাতে সক্রিয় হয়েছিলেন। সেই সময় তাঁর এই তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এমনকি নিজের দলের অন্দরেও সেই নিয়ে প্রশ্ন ওঠে। রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধী চিঠিতে সেই সময়ের কথা উল্লেখ করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন