আরজি কর ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করা জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। পাশাপাশি আর জি কর ঘটনা নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যও করলেন তিনি।
সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এক অনুষ্ঠানে এসে ডাক্তারদের কাজে ফেরা নিয়ে ডোনা বলেন, 'এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। মানুষের রোগ তো কমছে না। আর রেপ-টেপ তো সব জায়গায় হয়। কিন্তু পশ্চিমবঙ্গর মত এতো প্রতিবাদ কোথায় হচ্ছে? যদিও প্রতিবাদ আমাদের কাছে গর্বের। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যাবে।'
অন্যদিকে কলকাতায় আর এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ বললেন, 'এমন শাস্তি দেওয়া হোক, গোটা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে।'
সৌরভ আরও বলেন, 'আমি সোশ্যাল মিডিয়া ফলো করি না। তাই কিছু বলতে পারব না। তবে অরাজনৈতিক মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, অভূতপূর্ব। যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে।'
পাশাপাশি এও বলেন, 'কোনো গণআন্দোলন বেশিদিন চলে না। তবে আরজি কর সব নজির ভেঙে দিয়েছে। এখন শাস্তি ছাড়া কিছু চাইছি না।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন