নিয়োগ দুর্নীতি মামলায় এবার সায়নী ঘোষকে তলব ইডির, কবে দিতে হবে হাজিরা?

শুক্রবার কলকাতায় ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে সায়নী ঘোষকে।
সায়নী ঘোষ
সায়নী ঘোষফাইল ছবি
Published on

এবার সায়নী ঘোষকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। নোটিশে বলা হয়েছে শুক্রবার কলকাতায় ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় সায়নী ঘোষের প্রকাশ্যে এসেছে। কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উঠে এসেছে যুব তৃণমূল নেত্রীর নাম। এমনকি কুন্তলের সম্পত্তি কেনাবেচার সাথেও জড়িয়ে আছেন নেত্রী। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

নিয়োগ দুর্নীতিতে এর আগেও টলিউডের নাম জড়িয়েছে। এই কুন্তলের সাথেই আর্থিক লেনদেন থাকার কারণে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছিল ইডি। দু’দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলা টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন কুন্তল। এবার এই দুর্নীতিতে ফের একবার টলিউডের নাম জড়ালো।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in