অনেকেই ভেবেছিলেন সদ্য হওয়া TET পরীক্ষায় হয়তো দুর্নীতি হয়নি। স্বচ্ছ ভাবেই হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET 2022)। কিন্তু, সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো।
সোমবার, কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) জানিয়েছে, মাত্র দেড় মাস আগে ২০২২ সালের ১১ ডিসেম্বর, টেট পরীক্ষা হয়েছে। কিন্তু, অল্প সময়ের ব্যবধানেই সেই টেট পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পৌঁছে গেছে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের বাড়িতে। তাঁর বাড়ি থেকে মিলেছে সদ্য শেষ হওয়া টেটের ১৮৯টি ওএমআর শিজু
এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই মুহূর্তে ইডি’র হেপাজতে থাকা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই (CBI)।
এদিকে, ২০২২ সালে টেট পরীক্ষা স্বচ্ছ ভাবেই হয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীদের আসল উত্তরপত্র বা ওএমআর শিট সুরক্ষিত রয়েছে পর্ষদের কাছেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে উত্তরপত্রের কথা বলছেন, তা আসল ওএমআর শিটের প্রতিলিপি। তার দায় পর্ষদের নয়।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর মাসে, অর্থাৎ নতুন টেট (TET) পরীক্ষার একমাস আগে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক হিসাবে কুন্তল ঘোষকে বেছে নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Sl No. 32)। তারপর, নিয়োগ দুর্নীতিতে সেই কুন্তলের নাম জড়ানো এবং তাঁর বাড়ি থেকে TET পরীক্ষার ওএমএর শিটের কপি মেলায় স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
ইডি সূত্রে খবর, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে একজন অভিনেত্রীও জড়িত। কিন্ত, তিনি কে তা সামনে আনেনি ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 'ওই অভিনেত্রীর নাম, সম্পদের বিষয় উল্লেখ করে দ্রুততার সঙ্গে আদালতে হলফনামা জমা দিতে হবে ইডিকে।'
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে শুনেছি। তিনি নাকি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি? এই অভিনেত্রীকে দেখতে চাই। তাঁর সিনেমাও দেখতে চাই।’
বিচারপতি বলেন, 'কিছু দালাল চাকরি বিক্রি করছেন। আর কিছু দালাল তাদের আড়াল করছেন।' তিনি আরও বলেন, 'কুন্তল ঘোষের বাড়ি থেকে তদন্তকারী সংস্থার তল্লাশিতে ২০২২ সালের টেটের যে সমস্ত ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে তার যাবতীয় তথ্য আদালতে জমা দিতে হবে। এই সমস্ত প্রার্থীদের নাম-ঠিকানা জানাতে হবে। এঁরা যাতে আর কোনও দিন পরীক্ষায় বসতে না পারেন তার ব্যবস্থা করতে হবে। যাঁদের অ্যাডমিট কার্ড পাওয়া গেছে তাঁদের আন্দামানে পাঠাতে হবে।'
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন