অন্ধকারে 'ব্রাত্য'! সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে ফিরহাদ সহ ৩ - কটাক্ষ আইনজীবী সব্যসাচীর

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় লেখেন - 'ব্রাত্য বাবু, আপনার বন্ধু জ্যোতিপ্রিয় বাবু, ফিরহাদ হাকিম, অরূপ রায় তো আপনাকে খেলতে নিলো না।'
অন্ধকারে 'ব্রাত্য'! সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে ফিরহাদ সহ ৩ - কটাক্ষ আইনজীবী সব্যসাচীর
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। সম্প্রতি, তৃণমূলের ১৯ জন নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে এক জনস্বার্থ মামলায় ইডি (ED)-কে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানান তাঁরা।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান তৃণমূলের ৩ মন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে।

এ দিকে, তৃণমূলের মন্ত্রীদের এই পদক্ষেপকে কটাক্ষ করেন বাম ঘনিষ্ঠ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় (Sabyasachi Chatterjee)। পুরো বিষয়টিকে ‘একদম কালেক্টিভ রেসপনসেবলিটি’ বলে অবিহিত করেন তিনি। ফেসবুক (Facebook)- পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে তিনি লেখন, ‘সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসুর সত্য অর্ধসত্যকে মিথ্যায় প্রমাণ করে বিপ্লব চৌধুরির মামলায় ইডি অন্তর্ভুক্তির নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানালেন মন্ত্রী অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম।‘

আরেক পোস্টে তিনি বলেন, ‘ব্রাত্য বাবু, আপনার বন্ধু জ্যোতিপ্রিয় বাবু, ফিরহাদ হাকিম, অরূপ রায় তো আপনাকে খেলতে নিলো না। আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়ে হাইকোর্টের অর্ডার প্রত্যাহার করার আর্জি জানিয়ে দিলেন। আপনি বরং শিউলি সাহা, মলয় ঘটককে নিয়ে টিম বানান। ইডি ইডি খেলা হবে। খেলবেন তো?’

আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির ফেসবুক পোস্ট
আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির ফেসবুক পোস্টস্ক্রিনশট

গত বুধবার, সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা দাবি করেন, একতরফাভাবে তৃনমূলকে বদনামের চেষ্টা করা হচ্ছে।

ব্রাত্য বসু বলেন, ‘কোনো মামলার একটা অংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তোলা হবে আর একটা অংশ তোলা হবেনা সেটা ঠিক নয়। মহামান্য আদালত আজ এই মামলার রায় আজ আপলোড করেছে। সেই রায় সামনে আসার পর এই সাংবাদিক সম্মেলন।‘

রাজ্যের শিক্ষা মন্ত্রী দাবি করেন, ‘এই তালিকায় সিপিআই(এম) এবং কংগ্রেসের একাধিক নেতার নাম আছে। যাদের মধ্যে রয়েছেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আবু হেনা, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্ত প্রমুখ।’

একইসঙ্গে, ফিরহাদ হামিক বলেন, ‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দপ্তর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়। এটা রাজনৈতিক স্বার্থে করা মামলা। বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে। অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন?’

এই সাংবাদিক সম্মলনের পরেই বিতর্ক বাধে। প্রশ্ন ওঠে ব্রাত্য বসু, ফিরহাদ হামিকদের বক্তব্য নিয়েও। সাংবাদিক সম্মলনে ফিরহাদ বলেন, ‘পার্থ দা যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর।‘

আর সেই রেশ না কাটতেই, শুক্রবার, কলকাতা হাইকোর্টের দারস্ত হলেন ফিরহাদরা। নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলায় ED-কে যাতে যুক্ত করা না হয়, আদালতে সেই আর্জি জানান তাঁরা।

অন্ধকারে 'ব্রাত্য'! সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে ফিরহাদ সহ ৩ - কটাক্ষ আইনজীবী সব্যসাচীর
পাঁচ বছরে রাজ্যের ১৯ নেতা-মন্ত্রী বিপুল সম্পদের মালিক, আদালতে তালিকা পেশ, কার কত বাড়লো?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in