এবার সরাসরি বেশ কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আরজি কর কান্ডের জেরে বেশ কিছু টিভি চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। রবিবার রাত ৮.৫৫ মিনিটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। এই বিবৃতি অনুসারে যে যে চ্যানেলের টক শো-তে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে আছে এবিপি আনন্দ, রিপাবলিক এবং টিভি-নাইন।
তৃণমূল কংগ্রেস প্রকাশিত বিবৃতি অনুসারে, এই সমস্ত চ্যানেলে পশ্চিমবঙ্গ বিরোধী প্রচার চালানো হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা বুঝি যে তাদের দিল্লির জমিদারদের সন্তুষ্ট করার বাধ্যবাধকতা আছে।”
ওই বিবৃতিতে রাজ্যের জনগণকে উদ্দেশ্য করে এবং অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কোনও ব্যক্তি দলের সমর্থক, সহমর্মী হিসেবে এইসব জায়গায় আলোচনা বা বিতর্কের সময় কিছু বললে বিভ্রান্ত হবেন না। কারণ তাঁরা কেউ দলের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়।
এই বিবৃতিতে একদম শেষে বলা হয়েছে, বাঙলার মানুষ প্রতিনিয়ত বাংলা বিরোধী এই অশুভ আঁতাতকে প্রত্যাখ্যান করছে এবং সবসময় সত্যের পক্ষে আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন