অবশেষে সুর নরম করে ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি এক বেসরকারী চ্যানেলের টক শো-তে মহিলা চিকিৎসকদের প্রসঙ্গে তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। যে মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিলেন একাধিক চিকিৎসক। এরপরেই রবিবার তিনি নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।
নিজের এক্স হ্যান্ডেলে এদিন তৃণমূল সাংসদ ও চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘‘আমি আমার মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমি সব সময়েই মহিলাদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষে কথা বলি।’’
কী বলেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার?
গত শুক্রবার এক বেসরকারী চ্যানেলের টক শো-তে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি।”
তৃণমূল সাংসদের এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। যাকে ‘অবমাননাকর’ বলে সরব হন চিকিৎসক মহলের এক অংশ। গতকাল চিকিৎসকদের এক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তৃণমূল সাংসদ এবং আরজি করে পড়াশুনা করা কাকলি ঘোষ দস্তিদারকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফেডারেশনের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে জানানো হয়, তাঁর এই মন্তব্য সারা দেশের মহিলা চিকিৎসকদের জন্য অসম্মানজনক। “অবিলম্বে তাঁকে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।” এই বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ডাঃ কৌশিক চাকী এবং সম্পাদক ডাঃ সঞ্জয় হোম চৌধুরী।
তৃণমূলের মুখপাত্র আরজি কর কান্ডের পর সব বিষয়ে প্রতিদিন বিবৃতি দিলেও নিজের দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মুখ খোলেননি।
এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, "নিজে ‘মহান’ সাজতে গিয়ে অন্য সব মহিলা চিকিৎসক ও শিক্ষকদের অপমান করার দুঃসাহস কী করে হয়? ইনি পার্ক স্ট্রীট ধর্ষণকান্ডেও ধর্ষিতার চরিত্র হনন করে ছিলেন। নারদাকান্ডে ঘুষ নিতে দেখেছিলাম আমরা। MP হিসাবে সংবিধানের নামে যে শপথ নিয়েছেন এ কথা তার পরিপন্থী। ধিক্কার! ছিঃ।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন