RG Kar Case: 'সাক্ষাৎ পেলে মনের জোর বাড়ত' - অমিত শাহ দেখা না করায় হতাশ নিহত চিকিৎসকের পরিবার

People's Reporter: আর জি কর কাণ্ডের প্রায় আড়াই মাস পর গত ২৬ অক্টোবর প্রথম কলকাতাতে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ১৭ ঘন্টা রাজ্যে থাকার পরেও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করে ফিরে যান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহফাইল ছবি সংগৃহীত
Published on

সাক্ষাতের জন্য আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার বাবা। কিন্তু ১৭ ঘন্টা রাজ্যে থাকার পরেও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করে দিল্লি ফিরে যান শাহ। অমিত শাহের সাক্ষাৎ না মেলায় হতাশ নির্যাতিতার পরিবার। জানালেন, “সাক্ষাৎ পেলে মনের জোর বাড়ত।“  

আর জি কর কাণ্ডের প্রায় আড়াই মাস পর গত ২৬ অক্টোবর প্রথম কলকাতাতে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবর প্রায় গোটা দিনটাই রাজ্যে ছিলেন তিনি। জল্পনা ছিল, তিনি হয়ত কিছু সময়ের জন্য নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু সরকারী ও দলীয় কর্মসূচিতে যোগ দিলেও সাক্ষাৎ করেননি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে।

এনিয়ে বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা জানান, “অমিত শাহ সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। উনি হয়তো দেখা করার সময় পাননি, ওনার দলের লোকেরা যোগাযোগ রাখছেন। অমিত শাহের সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোর বাড়ত।“

এই নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করতে শুরু করেছে সিপিআইএম। সিপিআইএমের অভিযোগ, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন সেটিং রয়েছে। সে কারণেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন নি অমিত শাহ। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যদিও কিছু মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর অমিত শাহের সঙ্গে সাক্ষাতের আর্জি জানিয়ে ইমেল করেছিলেন নির্যাতিতার বাবা। অমিত শাহকে পাঠানো ইমেলে নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটার পর মানসিক চাপে আছেন তাঁরা। এহেন অবস্থায় অমিত শাহের সঙ্গে দেখা করে কিছু বিষয়ে আলোচনা করতে চান তাঁরা। পাশাপাশি, এই ধর্ষণ ও খুনের ঘটনায় শাহ কী ভাবছেন, তাও জানতে চেয়েছেন তাঁরা। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সেই ইমেল প্রকাশ্যে এনে জানিয়েছিলেন অমিত শাহ কলকাতা সফরে এলেই নির্যাতিতার বাবা-মার সঙ্গে দেখা করবেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in