“হয় শুনানি, নয় সুনামি” – আর জি কর কাণ্ডের প্রতিবাদে সবর সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে সিপিআইএমের লালবাজার কর্মসূচির আগে সরব হলেন তিনি।
গত ৯ আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত মহিলা ট্রেনি চিকিৎসককে হাসপাতালেই ধর্ষণ করে খুন করা হয়। ১ মাস হয়ে গেল এখনও কোনও বিচার পাননি 'তিলোত্তমা'র পরিবার। প্রথম থেকেই আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে সোমবার সিপিআইএমের লালবাজার কর্মসূচি।
রবিবার রাতে শ্যামবাজারে এসএফআই এবং ডিওয়াইএফআই –এর অবস্থান মঞ্চে এসে সিপিআইএমের রাজ্য সম্পাদক এক সংবাদমাধ্যমে বলেন, “হয় শুনানি হবে, নয় সুনামি হবে। সেজন্য মানুষ প্রস্তুত থাকবে। আমরা কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে লালবাজার অভিযান করবো। পুলিশ কমিশনার বিনীত গোয়েল মিথ্যাচার করছে।“
এরপরেই বিজেপির উদ্দেশ্যে বলেন, “বিজেপি কেন স্বরাষ্ট্র দপ্তরকে বলছে না, বিনীত গোয়েলের আইপিএস পদ কেড়ে নেওয়া হোক। যেমন মেডিক্যাল কাউন্সিলকে আমরা বলছি, অন্যায় করেছে যে চিকিৎসক, তৃণমূলের সিন্ডিকেট লবির যারা লোক, তাঁদের চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হোক। যে আইপিএস অফিসার ক্ষমতা দেখিয়ে আজ সাক্ষী প্রমাণ লোপাট করেছে, মিথ্যাচার করেছে, তারও ওই আইপিএস ব্যাচটা কেড়ে নেওয়া হোক। সাহস থাকলে কেন্দ্র সরকার করুক সেটা।“
এরপরেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সেলিম বলেন, "সিবিআই হোক বা সিআইডি, এরা কোনো না কোনো ভাবে তো ম্যান বাই পুলিশ অফিসার। পুলিশ অফিসাররা কেমন দলদাস হয় আমরা দেখেছি। পুলিশ কমিশনারকেই তো দেখছি। চিট ফান্ড, গরু পাচার, কয়লা পাচারে সিবিআই-ইডির ভূমিকা দেখেছি। এজন্য আমরা প্রথম থেকে বলছি মানুষকে সজাগ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। কারণ ফাঁক পেলেই সিআইডি হোক বা সিবিআই, তারা নিজের মালিককে খুশি করতে চায়। তারা কোনও প্রোটোকল মানে না। আমরা বিচার ছিনিয়ে আনব।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন