সপ্তাহান্তে দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। সূত্রের খবর, শনি ও রবিবার শিয়ালদহ উত্তর শাখার একগুচ্ছ ট্রেন বাতিল হবে। দমদম স্টেশনে মেন আপ লাইনে কাজের জন্য এই নির্দেশিকা রেলের।
আগামী শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মেরামতির কাজ চলবে। তারপর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।
পূর্ব রেল সূত্রে খবর, শনিবার শিয়ালদহ থেকে তিনটি ট্রেন, বনগাঁ থেকে দুটি ট্রেন এবং ডানকুনি থেকে ১টি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন, হাবরা থেকে ২টি, বনগাঁ থেকে ৩টি, হাসনাবাদ থেকে ২টি, দত্তপুকুর থেকে ২টি, ডানকুনি থেকে ৩টি এবং বারাসাত থেকে ১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর পরে যদি কিছু পরিবর্তন হয় তাহলে রেলের তরফ থেকে জানানো হবে।
রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, অফিস টাইমে যাত্রীদের দুর্ভোগ যাতে কম হয় তার জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল বেছে নেওয়া হয়েছে। কারণ এই সময়টা যাত্রীর সংখ্যা অনেকটাই কম থাকে। আর রবিবার বারাসাত থেকে দত্তপুকুর যাওয়ার ট্রেন সকাল ৭টা ২ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের বদলে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন