‘দাবি না মানলে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট’ – সরকারকে ডেডলাইন চিকিৎসকদের

People's Reporter: শুক্রবার সিনিয়রদের বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চিকিৎসকরা।
জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক
জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক নিজস্ব চিত্র
Published on

সোমবারের মধ্যে সমস্ত দাবি না মানা হলে মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘটে যাবেন চিকিৎসকরা। শুক্রবার সিনিয়র এবং জুনিয়রদের বৈঠক শেষে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চিকিৎসকরা। এদিন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, ‘‘সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি আমাদের দাবি না মানেন, তবে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব।“

আর জি কাণ্ডের বিচার, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা-সহ ১০ দফার দাবি নিয়ে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ করছেন জুনিয়র চিকিৎসকরা। আজ অনশনের ১৫ দিন। এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। ইতিমধ্যে ছ’জন চিকিৎসক অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন এখনও ভর্তি হাসপাতালে। এই পরিস্থিতিতে আন্দোলনের পরবর্তী অভিমুখ কী হবে, তা ঠিক করতে শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা।

এদিন বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, ‘‘সোমবার পর্যন্ত আমরা একটা সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব ক’টি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সব ক’টি দাবি মেনে নিতে হবে। যদি তা না হয় তবে আগামী মঙ্গলবার সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সমস্ত সংগঠন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবে।’’ দেবাশিস এ-ও জানান, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

অতীতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল বলে বহু অভিযোগ ওঠে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন দেবাশিস হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘ধর্মঘট চলাকালীন যদি এক জন রোগীরও কোনও সমস্যা হয়, তবে তার দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমাদের আর কোনও উপায় ছিল না বলেই অনশনে বসতে বাধ্য হয়েছিলাম আমরা। কর্মবিরতি তুলে নিজেদের জীবন বাজি রেখেছিলাম। ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাববেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাইনি সরকারের থেকে। আমাদের সহযোদ্ধাদের সিসিইউতে ভর্তি করানো হয়েছে।“

ধর্মঘট ছাড়াও আরও একাধিক কর্মসূচি ঠিক করা হয় শুক্রবারের বৈঠকে। শনিবার ‘ন্যায়বিচার যাত্রা’র ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার এই মিছিল শুরু হবে নিহত চিকিৎসকের বাড়ি থেকে। এবং শেষ হবে ধর্মতলা অনশন মঞ্চে। এই যাত্রায় সিনিয়র চিকিৎসকদের সংগঠন থেকে নাগরিক সমাজ – সকলকে আহ্বান জানিয়েছেন তাঁরা। এছাড়া রবিবার ধর্মতলা অনশন মঞ্চে ‘মহাসমাবেশ’র ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in