Junior Doctors Protest: জুনিয়রদের সমর্থনে সিনিয়র চিকিৎসকরা, রবির পর সোমেও ২৪ ঘন্টার প্রতীকী অনশন

People's Reporter: রবিবার ১২ ঘন্টার জন্য প্রতীকী অনশন করেছিলেন তিনজন সিনিয়র চিকিৎসক। সোমবার সকালে ২৪ ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসলেন আরও বেশ কয়েকজন সিনিয়র।
ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চ
ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চ নিজস্ব চিত্র
Published on

জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের পাশে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকরাও। সোমবার সকাল থেকে আরও ২৪ ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসলেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের প্রতি সংহতির বার্তা দিতেই এই অনশন সিনিয়রদের বলে জানিয়েছেন তাঁরা। সিনিয়ররা জানাচ্ছেন, জুনিয়রদের দাবি সরকার মানলে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে।

শনিবার রাত সাড়ে আটটা থেকে আর জি করের নিহত চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার, হাসপাতালে নিরাপত্তা-সহ ১০ দফার দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেছিলেন ৬ জন জুনিয়র চিকিৎসক। সোমবার তাঁদের অনশনের তৃতীয় দিন। জুনিয়র চিকিৎসকদের সমর্থনে শুরু হয়েছে সিনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশনও।

রবিবার ১২ ঘন্টার জন্য প্রতীকী অনশন করেছিলেন তিন সিনিয়র চিকিৎসক। যার মধ্যে দু’জন ছিলেন সরকারি হাসপাতালের এবং একজন কলকাতার এক বেসরকারি হাসপাতালের। সোমবার সকালে ২৪ ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসলেন আরও বেশ কয়েকজন সিনিয়র। পাশাপাশি নাগরিক মঞ্চের এক প্রতিনিধিও রবিবার বসেছিলেন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে।

শনিবার রাতেই পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে আমরণ অনশনে বসেন ছ’জন জুনিয়র চিকিৎসক। তাঁরা হলেন – কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঁজা, এসএসকেএমের নেফ্রোলজি বিভাগের পিডিটি প্রথম বর্ষের পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের পিডিটি প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্টুপ মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা, এনআরএসের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত্য আচার্য্য এবং কলকাতা মেডিক্যাল কলেজের ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা।

এই অনশন মঞ্চে প্রথমের দিকে আর জি করের কোনো প্রতিনিধি না থাকায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। রবিবার রাতে অনশনে যোগ দেন আর জি করের প্রতিনিধি। আর জি করের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া অনিকেত মাহাতো আসেন অনশন মঞ্চে।

রবিবারই ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’-এর তরফে ঘোষণা করা হয়েছিল, জুনিয়র চিকিৎসকদের সমর্থনে সিনিয়ররাও অনশনে বসবেন। তবে কবে, কোথায় বসবেন, তা পরে ঘোষণা করা হবে। তবে রবিবার সিনিয়র ডাক্তারদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন কিংবা সোমবার সকালে ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের সঙ্গে ওই চিকিৎসক সংগঠনের প্রত্যক্ষ কোনও যোগ নেই। ব্যক্তিগত স্তরে আন্দোলনের প্রতি সংহতির বার্তা নিয়েই প্রতীকী অনশনে বসেছেন সিনিয়র ডাক্তাররা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in