“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার একজন কৃতী সন্তান” - মৃত্যু দিবসে মাল্যদান করে বললেন ফিরহাদ

তিনি বলেন- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে আগেও নিয়মিত শ্রদ্ধা জানানো হয়েছে, আজও তার ব্যতিক্রম হয়নি।
“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার একজন কৃতী সন্তান” - মৃত্যু দিবসে মাল্যদান করে বললেন ফিরহাদ
নিজস্ব চিত্র
Published on

নীতিগত ও আদর্শগত বিষয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনা ধারা আমরা বিশ্বাস করি না। জনসংঘের ভাবনা ধারাও আমরা বিশ্বাস করি না। কিন্তু এটা ঠিক যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার একজন কৃতী সন্তান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে তাকে শ্রদ্ধা জানাতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

বিজেপি অবশ্য কটাক্ষ করে বলছে তৃণমূলের "বোধোদয়" হয়েছে। ফিরহাদ পাল্টা বলেন- "বিজেপি নেতারা যে বোধোদয়ের কথা বলছেন তা মিথ্যা। আমরা আমাদের সমস্ত মনীষীদের সম্মান জানানোর সংস্কৃতিতে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে আগেও নিয়মিত শ্রদ্ধা জানানো হয়েছে, আজও তার ব্যতিক্রম হয়নি।"

এদিন তিনি আরও বলেন- কোনো কোনো রাজনৈতিক দল বা কেউ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, তাই বাংলা ভাগের বিষয়টি নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নাম জড়িয়ে অনেক কথা বলছে, এটা সত্য নয়। পাশাপাশি বাংলাকে নতুন করে ভাগ করার অপচেষ্টার বিরুদ্ধে এদিন বিজেপির অবস্থানকে কটাক্ষ করলেন ফিরহাদ।

তিনি বলেন- বিজেপি দল আগে ঠিক করুক বাংলা ভাগ করা বা বিচ্ছিন্নতাবাদের পক্ষে না বিপক্ষে তারা। দলের মধ্যেই নতুন করে বঙ্গভঙ্গ করার মন্তব্যকে ঘিরে বিভাজন দেখা দিয়েছে। এবিষয়ে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর অবস্থান স্পষ্ট। আমরা বাংলাকে ভাগ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাহাড় থেকে সাগরকে একসূত্রে গেঁথে রাখবো আমরা। বাংলার মানুষ হিসেবে আনন্দিত হব- ভারতবর্ষের মানুষ হিসেবে গর্বিত হব। স্পষ্ট জানালেন ফিরহাদ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in