স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়ি থেকে উদ্ধার করা হলো বিপুল নগদ এবং প্রায় দেড় কেজি সোনা। এছাড়াও একাধিক নথি উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় আগস্ট মাসেই গ্রেফতার করা হয়েছে শান্তিপ্রসাদ সিন্হা বা এস পি সিনহা কে।
সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই শান্তিপ্রসাদের সন্তোষপুরের ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন আধিকারিকরা। জানা গেছে, অন্য একজনের নামে এই ফ্ল্যাট কিনেছিলেন শান্তি প্রসাদ। সম্প্রতি তাঁর এই ফ্ল্যাটটির কথা জানতে পারে সিবিআই।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকা, দেড় কেজি সোনা এবং একাধিক নথি উদ্ধার করেছে সিবিআই। নথিগুলির মধ্যে একটিতে ১৫০০ চাকরিপ্রার্থীর নাম উল্লেখ রয়েছে। আর একটি সম্পত্তি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে। তাতে শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর নাম পাওয়া গিয়েছে।
জানা গেছে, এই ফ্ল্যাটে আগেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। প্রশ্ন উঠছে, তাহলে তখন কেন তল্লাশিতে এই সোনা বা টাকা পাওয়া যায়নি? তাহলে কি তল্লাশির পর কেউ এগুলো এখানে রেখে গেছে?
যদিও সিবিআইয়ের তরফ থেকে এখনও শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাশি এবং নগদ-সোনা-নথি উদ্ধারের বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন