SSC Scam: উত্তরপত্র সহ আরও ৪০ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ কমিশনের

ভুয়ো নামের তালিকা প্রকাশের পাশাপাশি OMR শিটও প্রকাশ করেছে কমিশন। দেখা যাচ্ছে, অনেক OMR শিটই ফাঁকা। অর্থাৎ ফাঁকা OMR শিট জমা দিয়েই মিলেছে চাকরি।
SSC Scam: উত্তরপত্র সহ আরও ৪০ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ কমিশনের
গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নবম ও দশম শ্রেণিতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৪০ শিক্ষকের তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। এঁরা সকলেই রাজ্য সরকার পরিচালিত স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন। নতুন তালিকা অনুসারে, সবথেকে বেশি অবৈধ নিয়োগ হয়েছে বাংলা বিষয়ে।

তালিকায় উল্লিখিত ৪০ জনের মধ্যে ২১ জন বাংলার শিক্ষক, অর্থাৎ শতাংশের হিসেবে ৫২ শতাংশ। এরপর রয়েছে ইতিহাস, এই বিষয়ে ১০ জনকে ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হয়েছে। ইংরেজীতে ৪ জন, জীবন বিজ্ঞানে ৩ জন, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১ জন করে ভুয়ো শিক্ষক রয়েছে।

ভুয়ো নামের তালিকা প্রকাশের পাশাপাশি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে উত্তরপত্র বা OMR শিটও প্রকাশ করেছে কমিশন। দেখা যাচ্ছে, অনেক OMR শিটই ফাঁকা। কোনও প্রশ্নেরই উত্তর দেননি অনেকে। অনেকের OMR শিট ঠিকভাবে পূরণ করা নেই। অর্থাৎ ফাঁকা OMR শিট জমা দিয়ে বা ভুলভাবে পূরণ করেও মিলেছে নিয়োগপত্র। কিভাবে এটা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।

এর আগে গত ৩০ নভেম্বর নবম দশমের ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল কমিশন। ১৮৩ জনের মধ্যে ৫৭ জনই ইংরেজি বিষয়ের। ভূগোলে ৩০ জন, জীবন বিজ্ঞানে ২২, বাংলায় ২১, অঙ্ক এবং পদার্থ বিজ্ঞানে ১৮ জন করে ভুয়ো শিক্ষক রয়েছেন। এছাড়াও ১৭ জন অযোগ্য ব্যক্তিকে ইতিহাস বিষয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ দুদফায় বেআইনিভাবে নিযুক্ত মোট ২২৩ জনের নাম প্রকাশ করলো কমিশন।

SSC Scam: উত্তরপত্র সহ আরও ৪০ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ কমিশনের
'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব' - ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গাঙ্গুলির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in