SSC Scam: ২১০০০ পদে নিয়োগে দুর্নীতি! 'কাউকে ছাড়া হবে না' - হুংকার বিচারপতি বসুর

স্কুল সার্ভিস কমিশনের ২১ হাজার পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার OMR শিট বিকৃত করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে, দাবি সিটের।
নিয়োগ দুর্নীতিতে কাউকে ছাড়া হবে না - হুংকার বিচারপতি বসুর
নিয়োগ দুর্নীতিতে কাউকে ছাড়া হবে না - হুংকার বিচারপতি বসুরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

‘স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২১ হাজার পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার OMR শিট বিকৃত করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে।’

সোমবার, গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টে হাজির হয়ে এমনই দাবি করেন সিবিআই (CBI)-এর সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি (IAS Ashwin Shenvi)।

আর, এই দাবি শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) (অশ্বিন শেনভিকে) বলেন, ‘আমি অবাক হচ্ছি। তদন্তে আপনার যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সব রকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।'

এ দিন, আদালতে সিটের প্রধান অশ্বিন শেনভি জানান, 'গত বছরের নভেম্বর থেকে শুধুমাত্র রাঙ্ক জাম্পিং-এর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার হওয়ার পর OMR শিটের বিষয়টি সামনে আসে। তদন্ত অন্য মাত্রা পায়। আমরা সব নথি এসএসসি (SSC)-কে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে যে তারা কীভাবে এই ত্রুটি সংশোধন করবে।'

সিট (SIT) প্রধানের এই মন্তব্যের পর বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, 'যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলাফলের আশায় বসে আছেন। তাঁরা জানতে চান না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল? তাঁরা চান নিয়োগপত্র।'

বিচারপতি বসু আরও বলেন, 'এই দুর্নীতির তদন্ত-বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত-বিচার তার লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে।' এরপরেই, স্কুল সার্ভিস কমিশন (SSC)-র উদ্দেশ্যে বিচারপতি বসু বলেন, 'জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in