টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আগামীকাল (বৃহস্পতিবার) মামলার শুনানি হবে।
বুধবার আদালতের সওয়ালে মামলাকারীদের আইনজীবী জানান, ঘটনাটি ঘটেছে মালদহের মন্মথনাথের একটি ডিএলএড কলেজে। সেখানকার এক শিক্ষক ৪৯ জন পরীক্ষার্থীর থেকে মাথা পিছু ২০০০ টাকা করে চাইতেন, না হলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতেন তাঁদের।
মামলাকারীদের অভিযোগ, কলেজের ওই শিক্ষকের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও সরাসরি যোগ আছে। পরীক্ষার আগে তিনি কলেজের সম্পাদককে নির্দেশ দেন, টাকা দিলে তবেই পাশ করানো হবে প্র্যাকটিকাল পরীক্ষায়। নাহলে ফেল বলে ঘোষণা করা হবে।
মূলত টেট পরীক্ষায় বসার জন্য ডিএলএড ডিগ্রির প্রয়োজন হয়। সেই পরীক্ষার ব্যবহারিক বিভাগে পাশ করার জন্য ঘুষ দিতে বলেছেন কলেজ শিক্ষক। পুরো ঘটনাটি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই অভিযোগ যথেষ্ট গুরুতর। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন