হাইকোর্টের সামনে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সেই প্যানেল প্রকাশের সময় দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের সেই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ বলেই জানানো হয়েছে।
২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে ২০১৬ সালে প্যানেল প্রকাশ করা হয়। সেই সময় ৪২ হাজারেরও বেশি নিয়োগ হয়েছিল প্রাথমিকে। কিন্তু সেই নিয়োগে দেখা যায় একাধিক গরমিল। মেধাতালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে রাস্তায় ধর্না দেন চাকরিপ্রার্থীরা। এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শেষ শুনানিতে পর্ষদকে সব মিলিয়ে মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।
সেই মতো আগামী ১৫ জানুয়ারির মধ্যে হার্ড কপি ও সফট কপি সহ আদালতে পেশ করার নির্দেশ ছিল পর্ষদের কাছে। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার ছিল সেই মামলার শুনানি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারে ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দেন। তবে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন