রাজ্যের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পথে নামছে বামফ্রন্ট। ২৭ জুলাই কলকাতার একাধিক জায়গা থেকে মিছিলের ডাক দিয়েছে তারা। মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিও জানিয়েছে তারা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মিছিল যাবে গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে।
রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে বার বার সুর চড়িয়েছে বামপন্থীগুলি সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় তিনটি মিছিলে পা মেলাবে বামপন্থী কর্মী সমর্থকেরা। পাশাপাশি সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে নিয়োগের দাবিও জানাবে তারা। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘মমতা ব্যস্ত নিজের ভাইপোকে বাঁচাতে। একটা প্রজন্মের জীবন শেষ করেছেন। গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। দুর্নীতির ওপর ভিত্তি করেই মমতা মসনদে বসে আছেন’।
দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ। পার্থর বিরুদ্ধে এতদিন এসএসসি দুর্নীতির অভিযোগ ছিল। মঙ্গলবার টেট দুর্নীতিতেও তাঁর নাম জড়িয়েছে। চাকরিপ্রার্থীদের আন্দোলন ৪৯৯ দিনে পা দিয়েছে। তাঁদের দাবি - রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় নেই তাঁদের সাথে দেখা করার। মুড়িতে জিএসটি-র খবর জানতে পারেন। কিন্তু ধর্মতলায় এতদিন ধরে আন্দোলনের খবর তিনি পান না।
উল্লেখ্য, মঙ্গলবার বিধাননগরের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি অবিলম্বে নিয়োগ করতে হবে। মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে একাধিক ব্যক্তি চাকরি পেয়েছেন। তাঁরা এদিন একাধিক প্রশ্ন করেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে ৩১৮৩ সিটে নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু ২০১৮ সালে নিয়োগ হয়েছে মাত্র ১৯০০ সিটে। তাঁরা এও অভিযোগ করেছেন স্কুল সার্ভিস কমিশনে হাজার হাজার নিয়োগ হলেও মাদ্রাসার নিয়োগ কেন হয়নি?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন