আগামী ১ সেপ্টেম্বর থেকে পাউরুটির প্রতি পাউন্ডে ২ টাকা করে দাম বাড়তে চলেছে। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যসোসিয়েশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাজারে সবজির দাম এমনিতেই আকশছোঁয়া। মাছ মাংসেরও দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে সাধারণ মানুষের অন্যতম খাদ্যদ্রব্য পাউরুটির দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ২ টাকা করে প্রতি পাউন্ডে দাম বাড়বে। অর্থাৎ ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা। ২০০ গ্রাম পাউরুটি অর্থাৎ হাফ-পাউন্ডের দাম ১৪ টাকা থেকে বেড়ে হবে ১৫ টাকা।
এখনই আনুষ্ঠানিকভাবে দামবৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি। তবে বেকারি সংগঠনের সম্মেলন রয়েছে আগামী সোমবার। ওই সম্মেলনে সকলের সাথে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হবে বলেই জানা যাচ্ছে।
হঠাৎ দামবৃদ্ধির কারণও জানিয়েছে বেকারি সংগঠন। তারা জানিয়েছে, পাউরুটি তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। চিনি, গমের দামও বেড়েছে। তাই পূর্বের দামে পাউরুটি বিক্রি করলে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না। কোম্পানিগুলির ক্ষতি হবে। সেই জন্যই দাম বাড়াতে হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন