ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানাতে হবে রাজ্যকে! নির্দেশ হাইকোর্টের

মামলাকারীর বক্তব্য, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। প্রায় ১২ বছর হয়ে গেলেও কোনো তথ্য না মেলায় আর টি আই করতে বাধ্য হয়েছি।
ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানাতে হবে রাজ্যকে! নির্দেশ হাইকোর্টের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রাজ্যের ঠিক কতজন শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তা হলফনামা আকারে জানাতে হবে রাজ্যকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তাঁরা আজকে রাজ্যকে নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানাতে হবে।

পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চেয়ে বিশ্বজিৎ মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি ২০২২ সালে আর টি আই (RTI)-র মাধ্যমে পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চেয়েছিলেন রাজ্যের কাছে। কিন্তু সেই সম্পর্কিত কোনো তথ্যই দেখাতে পারেনি রাজ্য। ফলে তিনি আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।

মামলাকারীর বক্তব্য, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। প্রায় ১২ বছর হয়ে গেলেও কোনো তথ্য না মেলায় আর টি আই করতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিডের সময় রাজ্য সরকার বলেছিল, বহু পরিযায়ী শ্রমিককে তারা ভিন রাজ্য থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু ঠিক কতজন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই। বিরোধীরা অবশ্য দাবি করেছিল লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করে। রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের বেহাল দশা। যার জেরে শ্রমিকরা বাধ্য হচ্ছে বাংলা ছেড়ে বাইরের রাজ্যে পাড়ি দিতে।

ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানাতে হবে রাজ্যকে! নির্দেশ হাইকোর্টের
দেশে-বিদেশে মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতি গাঙ্গুলির
ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানাতে হবে রাজ্যকে! নির্দেশ হাইকোর্টের
অ্যাপ-বাইকের জন্য বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক! রাজস্ব বৃদ্ধিতে নয়া সিদ্ধান্ত রাজ্যের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in