আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সেই আবহে এবার শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শিক্ষক দিবসের অনুষ্ঠানে আরজি কর ইস্যুতে প্রতিবাদের আশঙ্কা থেকেই কি অনুষ্ঠান স্থগিত করা হল?
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে স্কুল ও শিক্ষকদের সম্মান দেওয়ার কথা ছিল সরকারের। সম্মানের জন্যে নির্বাচিত স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছিল বিষয়টি। তবে সেই অনুষ্ঠান স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়ারা ও শিক্ষকরা। বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তাঁরা। তবে সেই প্রতিবাদ মিছিল বন্ধ করতে বিভিন্ন জেলায় স্কুল পরিদর্শকের পক্ষ থেকে নির্দেশিকাও জারি করা হয়। জানানো হয়, স্কুল পড়ুয়ারা স্কুলশিক্ষা দফতরের আয়োজিত কোনও অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কর্মসূচিতে যোগ দিতে পারবে না। যদিও সেখানে আর জি করের কথা উল্লেখ করা হয়নি।
এরপর থেকেই রাজ্য সরকারের সমালোচনা শুরু হয় শিক্ষক মহলে। চিকিৎসকদের দাবি, এই নির্দেশিকা যে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে তা বন্ধ করার জন্যই, সেটা বুঝতে বাকি নেই। আর সেই আবহে স্থগিত করা হল শিক্ষক দিবসের অনুষ্ঠান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন