বকেয়া ডিএ (D.A)-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে মিলেছে হুমকি পোস্টার। সোমবার সকালে এই পোস্টারকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ময়দান থানায় অভিযোগ (FIR) দায়ের করেছেন আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা (D.A)-র দাবিতে, দীর্ঘ ৪৬ দিন ধরে কলকাতার শহীদ মিনারে মঞ্চ করে আন্দোলন, এবং ৩২ দিন অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারী কর্মচারীরা। সেই মঞ্চই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে পোস্টারে।
মঞ্চের কাছে থেকে পাওয়া পোস্টারে লেখা রয়েছে - ‘এই নাটক বন্ধ কর, নহলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।’
এর আগে, রবিবার, DA আন্দোলনকারীদের অনশনকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'নাটক করা আর অনশন করার মধ্যে পার্থক্য আছে।… অনশন মানে ছবি তুলতে যাচ্ছে।'
আবার, ধর্নামঞ্চের হুমকি পোস্টারেও ‘নাটক’ শব্দের উল্লেখ রয়েছে। কে বা কারা ধর্নামঞ্চে এই ধরনের পোস্টার সেঁটে দিয়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, ময়দান থানায় কারও নাম না করেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এটি কাকতালীয় হতে পারে। তবে, উদ্ধার হওয়া পোস্টারের ভাষায় মেয়রের উচ্চারিত শব্দগুলির সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। পোস্টারের ব্যাপারে পুলিশকে আমরা জানিয়েছি। থানায় এফআইআর দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবাদ করছি। এই ধরনের হুমকিমূলক বার্তায় আমরা আশঙ্কিত হলেও আতঙ্কিত বা ভীত নই। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই সরকারি কর্মচারীরা এই মঞ্চে একত্রিত হয়েছেন। এই ধরনের পোস্টার দেখিয়ে আন্দোলন ভাঙার কোনও প্রচেষ্টা সফল হবে না। বরং এতে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।’
যদিও, পোস্টারকে ঘিরে থানায় এফআইআর দায়েরের পর তৃণমূল কংগ্রেসের কোনও নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে, এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানিয়েছেন, 'শব্দ চয়নের ক্ষেত্রে একজন দায়িত্বশীল মন্ত্রী ও কলকাতার মেয়র হিসাবে হাকিমকে আরও সতর্ক হওয়া উচিত ছিল।'
প্রসঙ্গত, রবিবার, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের পর মঞ্চের প্রতিনিধিরা দাবি করেছেন, ‘ডিএ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আশ্বস দিয়েছেন রাজ্যপাল। জানিয়েছেন, তিনি নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী। এবং যে দাবিতে আমরা আন্দোলন করছি তা ন্যায্য।’
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন