CV Ananda Bose: রাজ্যপাল বোসের বুকে বিজেপির প্রতীক ব্যাজ? ছবি পোস্ট করে বিবৃতি দেওয়ার দাবি তৃণমূলের

People's Reporter: ছবি ও ভিডিও প্রকাশ্যে এনে রাজ্যের শাসক দল দাবি করছে, রাজ্যপাল তাঁর বুকে বিজেপির প্রতীক আঁকা ব্যাজ পড়েছেন। এবিষয়ে রাজ্যপালের বিবৃতির দাবি তুলেছে তৃণমূল।
রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক ব্যাজ?
রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক ব্যাজ? গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

লোকসভা ভোট চলাকালীন ফের একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নয়া অভিযোগ করে সবর হল তৃণমূল কংগ্রেস। ছবি ও ভিডিও প্রকাশ্যে এনে রাজ্যের শাসক দল দাবি করছে, রাজ্যপাল তাঁর বুকে বিজেপির প্রতীক পদ্ম চিহ্নের ব্যাজ পড়েছেন। রাজ্যপাল থাকাকালীন তিনি ওই ব্যাজ পরেছিলেন কিনা, এবিষয়ে রাজ্যপালের বিবৃতির দাবি তুলেছে তৃণমূল।

মঙ্গলবার রাতে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যপালের একটি ছবি পোষ্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, “রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তাঁর বুকে বিজেপির প্রতীক আঁকা ব্যাজ রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যপালকে বলতে হবে, এই ছবিটা অরিজিনাল (আসল) না ফেক (ভুয়ো)? যদি আসল হয়, তা হলে তা তিনি দিনক্ষণ বলুন। কবে কোথায় ওই ব্যাজটি ব্যবহার করেছেন।“

এরপরেই তিনি দাবি করেন, “যদি দেখা যায়, রাজ্যপাল থাকাকালীন তিনি এই ব্যাজটি ব্যবহার করেছেন, তা হলে আমরা দাবি করছি তাঁর ইস্তফা দেওয়া উচিত। বিজেপির ব্যাজ ধারণ করা রাজ্যপাল এক মুহূর্ত রাজভবনে থাকতে পারেন না।“

তবে শুধু কুণালই নয়। সেই ছবি ও ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন অনেক তৃণমূল নেতারাই। পাশাপাশি একটি সংবাদ মাধ্যমের লিঙ্কও দিচ্ছেন তৃণমূল নেতারা। যেটি গত ২৩ জানুয়ারির। সেই প্রতিবেদনে উল্লেখ আছে কলকাতার রামমন্দিরে রাজ্যপালের প্রার্থনার সময় তাঁর বুকে পদ্মের ব্যাজ এবং নীচে ইংরেজিতে ‘বিজেপি’ লেখা রয়েছে। (সেই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক দলের এই অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল বা রাজভবনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র রাজর্ষী লাহিড়ি এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে বলেছেন, “রাজভবনের বিষয়ে আমরা বিশেষ কিছু বলি না। এটা তৃণমূলই ভাল বলতে পারবে। কারণ, রাজ্যপালের হাতেখড়ি তারাই দিইয়েছিল। রাজ্যপালও গিয়েছিলেন কুণাল ঘোষের পাড়ার পুজো উদ্বোধন করতে। তিনি কিন্তু সজল ঘোষের (বিজেপি নেতা) পুজো উদ্বোধনে যাননি।“

রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক ব্যাজ?
Bangladesh MP Death: নিখোঁজ বাংলাদেশের সাংসদের দেহ মিলল নিউটাউনের ফ্ল্যাটে! তদন্ত শুরু পুলিশের
রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক ব্যাজ?
Tamluk Lok Sabha: পতাকা, ফ্লেক্সের যুদ্ধে সমানে টক্কর বিজেপি-তৃণমূলের, প্রচারে এগিয়ে সিপিআইএম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in