RG Kar Case: ‘পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়’ – জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

People's Reporter: কল্যাণ বলেন, আমি সরকারকে বলব, এঁদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই কর্মবিরতি অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের ২১ নম্বর ধারাকে লঙ্ঘিত করছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি
Published on

মঙ্গলবার দুপুর থেকে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার আন্দোলনরত চিকিৎসকদের কার্যত হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি যে চিকিৎসকদের 'গাফিলতিতে' কোন্নগরের যুবকের মৃত্যু ঘটেছে, তাঁদের হেফাজতে নেওয়ার দাবিও জানান তিনি।

বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ করল না। এর থেকে তাঁদের মানসিকতা খুব পরিস্কার। তাঁরা তাঁদের ইগো নিয়ে চলছেন। তাঁরা বাংলার মানুষের সেবা করতে আসেননি। পরিষেবা দিতে আসেননি। এঁরা ডাক্তার হওয়ার জন্য আনফিট। যাঁরা একমাসের বেশি সময় ধরে কর্মবিরতি করে পরিষেবা দেননি,  তাঁদের ডাক্তার করা উচিত নয়।“

এরপরেই তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, “আমি সরকারের কাছে আবেদন করব, এঁদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই কর্মবিরতি অবৈধ। যে দুর্নীতি ধরা পড়েছে তার বিচার হবে। যেখানে যে দুর্নীতি করছে তার বিচার হবে। ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের ২১ নম্বর ধারাকে লঙ্ঘিত করছে।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “রাজ্যের তো ডাক্তার দরকার নেই। কারণ অভীক দে, বিরুপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষের মতো ডাক্তার তো আছেন। দলের সম্পদ হিসেবে আছেন। কল্যাণবাবুর কোনও অসুস্থতা হলে তিনি যেন এনাদের দিয়েই চিকিৎসা করান। বাকি সাধারণ মানুষের আর কোনও চিকিৎসকের দরকার নেই।“

এরপরেই কোন্নগরে রোগী মৃত্যু নিয়ে তিনি জানান, “কোন্নগরের রোগী মৃত্যু নিয়ে কল্যাণবাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। উনি কুকথা বলতে অভ্যস্ত। ওনার কথার উত্তর দেওয়া মানে সময় নষ্ট।“

এরপরেই রোগী মৃত্যুর তথ্য লোপাট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “রাজ্য সরকারের কাছে এই ধরনের কোনও তথ্য নেই। সরকারের তরফে ডেঙ্গুর কোনও তথ্য দেওয়া হয় না। কতজন কোভিডে আক্রান্ত হয়েছিল, কতজন মারা গিয়েছিল, তার কোনও তথ্য দেওয়া হয়নি। এছাড়া সারা মাসে কত মৃত্যু হয় তার কোনও তথ্য নেই। প্রতিটি মৃত্যু আমাদের উদ্বেলিত করে। কাউকে বাঁচাতে না পারলে আমাদের মনখারাপ হয়। কিন্তু কল্যাণবাবু এসব বুঝবেন না।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: ভুয়ো তথ্য দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল চিকিৎসক সংগঠন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in