মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ সুখেন্দু শেখর রায়। মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেছেন তিনি। তাঁর এই ঘোষণা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে।
এক্স হ্যান্ডেলে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর লেখেন, “আগামীকাল আমি প্রতিবাদে যোগ দেব। এর বিশেষ কারণ, লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমার পরিবারেও একটি মেয়ে আছে, একটি ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এই বিষয়ে সরব হতে হবে। অনেক হয়েছে নারীদের প্রতি নিষ্ঠুরতা। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন আসুন।“
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ আগস্ট রাতে রাস্তায় নামার কর্মসূচী নিয়েছেন মহিলারা। কলকাতার বিভিন্ন জায়গা ছাড়াও শহরতলিতেও এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমজনতার পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগে সামিল হবেন বলে জানিয়েছেন। তৃণমূলের একাধিক নেতা প্রকাশ্যে একাধিকবার এই কর্মসূচীকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ সরাসরি এই কর্মসূচীর বিরোধিতা করে বলেছেন এরকম কর্মসূচীর কোনও প্রয়োজন নেই। সেই জায়গায় দলের মুখপত্রের সম্পাদক সুখেন্দু শেখর জানিয়েছেন তিনি এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন।
সাধারণত দলের মুখপত্র বা তার সম্পাদক যা বলেন তাকেই দলের লাইন হিসেবে ধরা হয়। এক্ষেত্রেও কি তাহলে তাই হয়েছে? তৃণমূলের সমর্থন আছে এই কর্মসূচীতে? সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে শুখেন্দু শেখর তাঁর পোস্টে কোথাও তৃণমূলের কথা উল্লেখ করেননি। একজন বাবা এবং দাদু হিসেবে তিনি এই কর্মসূচীতে অংশ নেবেন বলেই জানিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন