RG Kar Protest: ‘জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না’: দেবাংশু ভট্টাচার্য

People's Reporter: দেবাংশু বলেন, “চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। মাওবাদীরাও বলেন, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এঁরাও বলছেন, আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।“
জুনিয়র ডাক্তারদের মাওবাদীদের সঙ্গে তুলনা দেবাংশুর
জুনিয়র ডাক্তারদের মাওবাদীদের সঙ্গে তুলনা দেবাংশুরফসিল ছবি
Published on

এবার জুনিয়র চিকিৎসকদের মাওবাদীদের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে দেবাংশু বলেন, “মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, আমি সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না।“

১০ দফা দাবি নিয়ে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। আজ তাঁদের আন্দোলনের ১৭ তম দিন। অন্যদিকে, সোমবারই ১০ দফা দাবি নিয়ে বিকেল ৫ টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি না মানলে মঙ্গলবার রাজ্য জুড়ে বড়ো ধর্মঘট করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা।

সেই নিয়ে দেবাংশু বলেন, “চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, আমি সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাত দেখি না। মাওবাদীরাও বলেন, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এঁরাও বলছেন, আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।“

আসানসোলের সালানপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেবাংশু বলেন, বেসকারি হাসপাতালগুলিকে লাভের মুখ দেখিয়ে দিতেই নাকি জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মানুষ সরকারি হাসপাতালে যাওয়া শুরু করল। এতে কী হল? প্রাইভেটে ডাক্তারদের ব্যবসা আরও কমে গেল। তখন এরা প্রত্যেকে মিলে একটা চক্রান্ত রচনা করল। সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দাও। এই যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা বন্ধ রাখল, তখন ফুলে-ফেঁপে উঠল নার্সিংহোমগুলো।“ এর আগেও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিশানা করেছিলেন শাসকদলের এই যুব নেতা।

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষও নন্দীগ্রামে গিয়ে একই সুরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিশানা করেছেন। তিনি বলেন, “নজর রাখুন, কারা কারা এই জেলায় পোস্টিং পাওয়ার পরেও কায়দা করে ২-৩ দিন কোনওভাবে ডিউটি করে, জেলা থেকে পালিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। এদের নাম নোট করে রাখুন।“

জুনিয়র চিকিৎসকদের ন্যায় বিচার এবং নিরাপত্তার জন্য এই আন্দোলনকে এহেন ভাষায় আক্রমণ করার জন্য তৃণমূল নেতাদের কড়া নিন্দা করেছেন সিনিয়র চিকিৎসকরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in