আরজি কর কান্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের মাঝেই তৃণমূল বিধায়কের ইলিশ উৎসব; ক্ষোভ সব মহলেই

People's Reporter: যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মাণিকতলা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে এবং বিধায়ক সুপ্তি পান্ডেকে।
তৃণমূল বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব
তৃণমূল বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব ছবি, সজল ঘোষের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

আরজি কর কান্ডে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে, দোষীদের শাস্তির দাবিতে যখন উত্তাল কলকাতা, জেলা, রাজ্য, দেশ, বিদেশ, ঠিক সেই সময়েই তৃণমূল বিধায়ক পরেশ পাল কলকাতায় আয়োজন করলেন ইলিশ উৎসবের। বেলেঘাটার বিধায়কের এই উৎসবকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। এই সময় শাসকদলের বিধায়কের উদ্যোগে এই ধরণের অনুষ্ঠানের আয়োজনে যথেষ্টই বিব্রত রাজ্যের শাসক দল তৃণমূলও।

রবিবার কাঁকুড়গাছিতে তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে আয়োজিত হয় ইলিশ উৎসব। এই অনুষ্ঠানের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকেও। দেখা গেছে মাণিকতলা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডেকেও। জানা গেছে এই উৎসবে এসেছিলেন মাণিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডেও। যদিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও আসেননি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে একাধিক তৃণমূল নেতৃত্ব এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তাঁরা আসেননি।

এই উৎসবের ছবি সামাজিক মাধ্যমে পোষ্ট করে কড়া সমালোচনা করেন বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। নিজের পোষ্টে তিনি লেখেন, “সারা রাজ্য উত্তাল, সর্বত্র হয় শোকের, নয় ক্রোধের পরিবেশ, আর কিছু তৃণমূলের নির্লজ্জ নেতা তারা মমতা-অভিষেক আর ইলিশ মাছের ছবি একসাথে দিয়ে "ইলিশ উৎসব" নামক ফুর্তি করছেন। আপনাদের ধিক্কার জানাই।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পর থেকে বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। রাজ্যের প্রতিটি জেলাতেও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলছে। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও। সেই আবহে এক তৃণমূল বিধায়ক আয়োজিত এই ধরণের উৎসব এবং তাতে একাধিক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। একাধিক নেটিজেন ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও।

তৃণমূল বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব
RG Kar Case: টিভি বিতর্কে দলের অস্বস্তি! একাধিক চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের
তৃণমূল বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব
RG Kar Case: মহিলা চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in