ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শিয়ালদহ চত্বর। চাকরির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বেশকিছু জন প্রার্থীকে আটকও করেছে পুলিশ।
কলকাতার বুকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রথম নয়। শনিবার এনআরএস হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। পুলিশ বাধা দিতে এলে শুরু হয় বচসা। পরে একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। বলপূর্বক তাঁদের বাস ও পুলিশ ভ্যানে তোলে পুলিশ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ হচ্ছে অবৈধভাবে। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি পাচ্ছে। আর যোগ্যরা বঞ্চিত হচ্ছে। এক চাকরিপ্রার্থীর কথায় - "আমরা দু’বার টেট পাস করেছি। আমরা বি.এড করেছি অথচ চাকরি নেই। যারা মন্ত্রী ঘনিষ্ঠ, যাদের টাকা আছে তাদের চাকরি আছে।" তিনি আরও বলেন - যে মুখ্যমন্ত্রী নিজেকে মা,মাটি মানুষের সরকার বলে পরিচয় দেন সেই মুখ্যমন্ত্রীর পুলিশ আজকে আমাদের তুলে নিয়ে যাচ্ছে। আমরা মনে হয় চোর ডাকাত বা উগ্রপন্থী।
সুবীর কুমার কীর্তনীয়া নামে এক বিক্ষোভকারী বলেন, ‘যারা চোর তাদের বীরের সম্মান দেওয়া হচ্ছে। আর আমাদেরকে ১০ বছর ধরে বঞ্চিত করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে বলব আমাদেরকে গুলি করতে’। তাঁরা স্লোগান দিতে থাকেন, "দিদি তুমি বুলেট দাও নইলে মোদের চাকরি দাও"।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, পুলিশকে তাঁরা তাঁদের মিছিল সম্পর্কে জানিয়েছিলেন। মেইলও করেছেন। কিন্তু কোনো সদুত্তর মেলেনি। শিয়ালদহ থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন তাঁরা। তাও তাঁদের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো ব্যবহার করেছে পুলিশ। নিয়োগ না হলে আগামীদিনে আবার রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন