RG Kar Hospital Case: সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়াক, চাইছেন নির্যাতিতার বাবা-মা

People's Reporter: ফের বুধবার নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই। সেই নিয়ে নির্যাতিতার মা জানান, ‘‘সিবিআইয়ের দু’জন এসেছিলেন কিছু তথ্য নিতে। ওঁরা বলেছেন, যা ক্ষমতা আছে, তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন।’’
RG Kar Hospital Case: সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়াক, চাইছেন নির্যাতিতার বাবা-মা
ফাইল ছবি
Published on

১৪ দিন হয়ে গেল আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত করছে সিবিআই। এর মধ্যেই সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তদন্ত একধাপও এগোয়নি বলে অভিযোগ উঠছে। মেয়ের খুনের বিচার চাইতে সকলকে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর অনুরোধ করলেন নির্যাতিতার পরিবার।

তদন্তের স্বার্থে বুধবার ফের নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই। সেই প্রসঙ্গে নির্যাতিতার মা জানান, ‘‘সিবিআইয়ের দু’জন এসেছিলেন কিছু তথ্য নিতে। সে সব জানিয়েছি। ওঁরা বলেছেন, ওঁদের যা ক্ষমতা আছে, তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন।’’

নির্যাতিতার বাবা বলেন, কোথাও তো একটা ভরসা রাখতেই হবে। প্রথমে যেমন পুলিশের ওপর ভরসা ছিল। পরে সেই ভরসা হারিয়ে যায়। স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপরে ভরসা রাখতে হচ্ছে।

তবে সিবিআই তদন্তে অগ্রগতি হচ্ছে না বলে খেদ পরিবারের। তাঁরা চায়, সকলে যেন তদন্তের অগ্রগতির জন্য সিবিআইয়ের উপরে চাপ বাড়ায়।

অন্যদিকে, বুধবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, ‘‘অবশ্যই উনি (অভিষেক) ভাল কথা বলেছেন। আমরাও বলছি, সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়াক। সিবিআই তাদের সুনাম অনুযায়ী কাজ করুক। সিবিআইকেও আমরা বলেছি, আপনাদের এত বড় সংস্থা, এত সুনাম। সেই সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি এর বিহিত করুন।“

এরপরেই বুধবারের বনধ নিয়ে বলতে গিয়ে নির্যাতিতার বাবা বলেন, মানুষের দুর্ভোগ হোক, এমন কিছু ঘটলেও তাঁদের খারাপ লাগে। এগুলো তাঁরা চান না। তিনি বলেন, ‘‘বন্‌ধ আমরা সমর্থন করিনি। ব্যর্থ হোক, সেটাও চাইনি। আমরা চাই প্রতিবাদ চলুক।’’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in