করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার থেকে জারি হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ। রবিবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বেশ কিছু বিধিনিষেধের ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।
রাজ্য সরকারের ঘোষণা অনুসারে,
বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ সমস্ত ট্যুরিস্ট স্পট।
বাতিল লন্ডন ফেরত সমস্ত বিমান।
দুয়ারে সরকার পিছিয়ে ১ ফেব্রুয়ারি।
সব সরকারি অফিসে ৫০% হাজিরা।
বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি সেলুন।
সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন।
আগামীকাল থেকে বন্ধ সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।
সমস্ত রকম জরুরি পরিষেবা চালু থাকবে।
রেস্তোরাঁ, বার, সিনেমা হলে ৫০ শতাংশ প্রবেশাধিকার।
মাস্ক ছাড়া দোকান বাজার মলে প্রবেশ নিষেধ।
অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশি প্রবেশাধিকার নয়।
রাত ১০টার পর বন্ধ সিনেমা হল।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
রাত ১০ টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সবকিছু।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন