Durga Puja Carnival: আরজি কর আবহে এবারও পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো কার্নিভাল, জানিয়ে দিল নবান্ন

People's Reporter: আর জি কর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন। যা নিয়ে বিতর্কও তৈরি হয়।
এবারেও পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো কার্নিভাল
এবারেও পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো কার্নিভালছবি - সংগৃহীত
Published on

আর জি কর আবহের মধ্যে এবারেও হবে রেড রোডে হবে দুর্গাপুজো কার্নিভাল। বুধবার সাংবাদিক বৈঠক করে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দফতরের সচিব শান্তনু বসু জানান, আগামী ১৫ অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে। অন্য বছরের মতো এবছরও পূর্ণ জৌলুসেই হবে কার্নিভাল। পাশাপাশি, জেলাগুলিতেও পুজো কার্নিভালের কথা ঘোষণা করেন তাঁরা।

আর জি কর হাসপতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে টানা ৪২ দিন কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। সম্প্রতি তাঁরা যোগ দিয়েছেন কাজে। তবে জানিয়েছেন, আন্দোলন চলবে। অন্যদিকে, বিচারের দাবিতে লাগাতার পথে নামছে নাগরিক সমাজ। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন। যা নিয়ে বিতর্কও তৈরি হয়। অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারের দেওয়া অনুদান ফেরাচ্ছে একের পর এক পুজো কমিটি।

এই আবহে বুধবার ঘোষণা করা হয়, এবার পূর্ণ জৌলুসের সঙ্গেই হবে রেড রোডে পুজো কার্নিভাল। এদিন সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল জানান, “১৫-১৬টি ক্লাব সম্ভবত টাকা নিচ্ছে না। হতে পারে, তাদের বাজেট অনেক বেশি। তাদের ধন্যবাদ, এর ফলে বেশ কিছু ছোটো ক্লাবকে আমরা সেই সুযোগটা দিতে পারছি।”

অন্যদিকে, কলকাতার পাশাপাশি এবারও জেলাগুলিতে কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, দিনক্ষণ স্থির হলে নবান্নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সূত্র জানাচ্ছে, গত বার জেলাগুলি মিলিয়ে ৩০টির মতো কার্নিভাল করা হয়েছিল। এ বার সেই সংখ্যা কতগুলি হবে, তা নিয়েই ভাবনাচিন্তা করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, জেলাভিত্তিক এক-একটি কার্নিভালের জন্য আনুমানিক ১৫ লক্ষ টাকা খরচ করে সরকার।

ইন্দ্রনীল আরও জানিয়েছেন, “বিশ্বের প্রথম তিনটে রোড কার্নিভালের মধ্যে রেড রোড কার্নিভালও রয়েছে। দুর্গাপুজো ও কার্নিভালকে কেন্দ্র করে পর্যটন‌ও অনেকটা বাড়ে। কার্নিভাল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে।”

এ দিন ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এর ওয়েবসাইট ও রেজিস্ট্রেশন ফর্ম উদ্বোধন করে ইন্দ্রনীল বলেন, “রাজ্যের ৩৪৪টি ব্লকের পুজোকে নিয়েই এই শারদ সম্মান প্রদান করা হয়। আশা করব, বিভিন্ন চমক এবারের পুজোতেও থাকবে। গত বছর প্রায় ১২৫০টি আবেদন জমা পড়েছিল শুধু কলকাতাতেই।‌ গোটা রাজ্যের হিসাবে তা কয়েক হাজার।” ইন্দ্রনীলের সতর্কবার্তা, “বিভিন্ন বিষয়ে নানা ধরনের ভুয়ো খবর বার হচ্ছে। রাজ্যের মানুষকে আবেদন করছি, পুজো নিয়ে কোনোও ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।”

এদিন শান্তনু বলেন, “বিশ্ব বাংলা শারদ সম্মান-এর জন্য মোট ১২-১৩টি বিভাগ থাকছে। ফলাফল ষষ্ঠীর দিন ঘোষণা হবে। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলাও থাকছে প্রতিযোগীতায়। তবে সে ক্ষেত্রে মাত্র চারটি বিভাগ থাকবে।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in