WB Govt: শিক্ষক দিবসেই রাজ্যের লক্ষাধিক শিক্ষার্থীকে ট্যাব কেনার অর্থ দেবে সরকার

People's Reporter: ২০২০ সালে করোনার সময় লকডাউন চলাকালীন ছাত্রছাত্রীদের পড়াশুনার রাস্তা সুগম করতে ট্যাব বা মোবাইল দেওয়া চালু করেছিল রাজ্য সরকার।
মমতা ব্যনার্জী
মমতা ব্যনার্জীফাইল ছবি সৌজন্যে - মমতা ব্যনার্জীর ফেসবুক পেজ
Published on

এবারের শিক্ষক দিবসের দিন রাজ্যের ১৬ লক্ষ শিক্ষার্থীকে ট্যাব বা মোবাইল ফোন কেনার অর্থ দেবে সরকার। নবান্ন সূত্রে খবর, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ এই অর্থ তুলে দেবেন। ট্যাব বা মোবাইল কেনার অর্থ বাবদ ১০ হাজার টাকা করে পাঠানো হবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় লকডাউন চলাকালীন ছাত্রছাত্রীদের পড়াশুনার রাস্তা সুগম করতে ট্যাব বা মোবাইল দেওয়া চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রক্রিয়া এখনও চালু রেখেছে। জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। নবান্ন সূত্রে আরও জানা গেছে, সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় রয়েছে। পাশাপাশি, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে।

এবিষয়ে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে ডিজিটাল করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে উপযোগী হবে। এছাড়া, ই-বুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে।

যদিও আর জি কর আবহে সরকারের উদ্যোগে রাজনীতি দেখছে বিরোধী শিক্ষক সংগঠন। এনিয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন, ‘‘তরুণের স্বপ্নের প্রকল্পের মোবাইল বা ট্যাব কেনার টাকা এ বছর এত তাড়াহুড়ো করে দিচ্ছে কেন, সেটা সবাই বুঝতে পারছে। শহর থেকে গ্রাম সর্বত্রই উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের মাধ্যমে সরকারের ভিত নড়িয়ে দিচ্ছে। তাই তাড়াহুড়ো করে টাকা অ্যাকাউন্টে দিয়ে ক্ষোভ কিছুটা প্রশমিত করতে চাইছে সরকার।’’

এর পাল্টা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, ‘‘রাজ্য সরকার কি এই প্রথম ট্যাব বা মোবাইল ফোন কেনার অর্থ দিচ্ছে? করোনার সময় যখন থেকে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন থেকে রাজ্য সরকার মোবাইল ফোন এবং ট্যাব কেনার অর্থ দেওয়া শুরু করে। সেই প্রক্রিয়া এখনও চালু রয়েছে, এতে ছাত্রছাত্রীদের পঠনপাঠনে সুবিধাই হয়েছে। আর পুজোর আগে যদি এই অর্থ পেয়ে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন এবং ট্যাব কেনে, তাতে রাজ্যের অর্থনীতির মঙ্গল হবে। সমালোচকদের এই কথাও বোঝা উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকেরা যে আন্দোলন করছেন, তার ফলে সরকারি হাসপাতালের চিকিৎসা বন্ধ রয়েছে। এই সুযোগে বেসরকারি হাসপাতালগুলির আয় ২৫-৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাই এই আন্দোলনে উস্কানি দিতে বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলির হাত থাকতে পারে বলেই আমি মনে করি। এমন সময় ছাত্রছাত্রীদের জন্য নেওয়া রাজ্য সরকারের উদ্যোগের সমালোচনা করা বিরোধী শিক্ষক সংগঠনগুলির কাম্য নয়।’’

মমতা ব্যনার্জী
RG Kar Case: টিভি বিতর্কে দলের অস্বস্তি! একাধিক চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in