WB HS result 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

People's Reporter: প্রথম দশে রয়েছে ৫৮ জন। এবারে পাশের হার ৯০ শতাংশ। জেলা হিসাবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পঞ্চমে কলকাতা।
WB HS result 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
প্রতীকী ছবি
Published on

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রথম দশে রয়েছে ৫৮ জন পড়ুয়া। জেলা হিসাবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পঞ্চম স্থানে কলকাতা।

চলতি বছরে পরীক্ষা দিয়েছেন মোট ৭,৬৪,৪৪৮ জন। পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।

মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। যার মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা।  

জেলার হিসেবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম। অন্যদিকে, মোট ১৫ টি জেলা থেকে ৫৮ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিণ ২৪ পরগণা ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ৪ জন করে, কোচবিহার এবং মালদহ থেকে ৩ জন করে এই তালিকায় রয়েছে।

এক নজরে কয়েকটি জেলার পাশের হার -

কালিম্পং- ৯২.৫১ শতাংশ

কলকাতা- ৯২.১৩ শতাংশ

পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ

পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ

উত্তর ২৪ পরগনা- ৯২.০৫ শতাংশ

হুগলি- ৯১.০৬ শতাংশ।

বিকেল ৩টে থেকে সংসদের ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে। এ বার মার্কশিটে কিউআর কোড থাকছে বলেও জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

চলতি বছর ভোটের কারণে এগিয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

WB HS result 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
Kunal Ghosh: শুভেন্দুর প্রশংসা ‘অপসারিত’ কুণালের গলায়, সত্যজিতের জন্মদিনে দেখলেন 'হীরক রাজার দেশে'
WB HS result 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
Kunal Ghosh: ‘চাকরি দেওয়ার নামে টাকা তোলার খবর দল আগে থেকেই জানত’, বিস্ফোরক কুণাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in