WB HS Result 2024: প্রথম দশে ৫৮ জন, এক নজরে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

People's Reporter: চলতি বছর প্রথম হয়েছেন - অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র তিনি। পেয়েছেন ৪৯৬।
WB HS Result 2024: প্রথম দশে ৫৮ জন, এক নজরে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
প্রতীকী ছবি
Published on

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রথম দশে রয়েছে ৫৮ জন পড়ুয়া। এবারে পাশের হার ৯০ শতাংশ। জেলা হিসাবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পঞ্চমে কলকাতা।

চলতি বছরে পরীক্ষা দিয়েছে মোট ৭,৬৪,৪৪৮ জন পড়ুয়া। পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী।

জেলার হিসেবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৯.৭৭ শতাংশ)। মোট ১৫ টি জেলা থেকে ৫৮ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিণ ২৪ পরগণা ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ৪ জন করে, কোচবিহার এবং মালদহ থেকে ৩ জন করে এই তালিকায় রয়েছে।

চলতি বছর প্রথম হয়েছেন - অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। পেয়েছেন ৪৯৬।

দ্বিতীয় হয়েছেন - সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৫।

তৃতীয় হয়েছেন - অভিষেক গুপ্ত। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৪।

চতুর্থ হয়েছেন - প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে এরাই প্রথম।

পঞ্চম হয়েছেন- সাত জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২।

ষষ্ঠ হয়েছেন- আট জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯১।

সপ্তম হয়েছেন- পাঁচ জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৮৯০।

অষ্টম হয়েছেন- ছয় জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

নবম হয়েছেন- ১১ জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮।

দশম হয়েছেন- ১৬ জন পরীক্ষার্থী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭।

WB HS Result 2024: প্রথম দশে ৫৮ জন, এক নজরে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
Kunal Ghosh: শুভেন্দুর প্রশংসা ‘অপসারিত’ কুণালের গলায়, সত্যজিতের জন্মদিনে দেখলেন 'হীরক রাজার দেশে'
WB HS Result 2024: প্রথম দশে ৫৮ জন, এক নজরে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
Kunal Ghosh: ‘চাকরি দেওয়ার নামে টাকা তোলার খবর দল আগে থেকেই জানত’, বিস্ফোরক কুণাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in