মঙ্গলবার অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন মাধ্যমিকের ফল ঘোষণার সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তার একদিন পরেই ফল ঘোষণার দিন জানালেন শিক্ষামন্ত্রী। ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। বুধবার টুইটারে একথা জানান ব্রাত্য বসু।
১৯ মে সকাল ১০ টায় অনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। বেলা ১২ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।
চলতি বছর চার লক্ষের বেশি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছিল। এছাড়া যতজন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকে পরীক্ষায় বসেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন