পুরভোটের ফল ঘোষণার পর কেটে গেছে বেশ কয়েক ঘণ্টা। এখনও নিজের দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উদগিরণ বন্ধ হয়নি বিজেপি নেতা তথাগত রায়ের। রাজ্যের ১০৮ পুরসভার ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০টি ট্যুইট করেছেন বর্ষীয়ান এই নেতা, যার প্রতিটিতে বঙ্গ বিজেপির নেতাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।
গতকাল রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল। খাতা খুলতে পরেনি বিজেপি। এরপরই দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের বিরুদ্ধে ট্যুইটারে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়।
দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রী বলে কটাক্ষ করে ট্যুইটারে তথাগত রায় লেখেন, "পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূলের হাতে হস্তান্তর হওয়ার পর থেকেই বিজেপির পতন শুরু হয়েছে। বিধানসভার আগে 'এইবার ২০০ পার' বলে চিৎকার করছিল বিজেপি। কিন্তু ২০০ পার করেলো তৃণমূল। রাজ্যের ফিটার মিস্ত্রী, যিনি সবসময় 'মেরে দেব, পুঁতে দেব' বলেন, তিনি তখন দু'পায়ের মাঝে থাকা লেজ নাড়াতে নাড়াতে মিউ মিউ করে বললেন, '৩ থেকে ৭৭ তো করেছি।' এদিকে চারজন রাজকীয় পর্যবেক্ষণকারী টাকা হাতিয়ে, মহিলাদের নিয়ে ফূর্তি করে কেটে পড়েছেন। পুলিশও সাক্ষী আছে, বিজেপির এই চারজনের রাজকীয় দলটি পাঁচতারা হোটেলে সুন্দরী মহিলাদের নিয়ে ফূর্তি করে রাজ্যটিকে অনাচার, উন্নয়ন-বিরোধী, সংখ্যালঘু-সর্বস্ব মমতার হাতে তুলে দিয়েছে।"
রাজ্য নেতাদের আক্রমণ করে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল আরও বলেন - রাজ্যের বহু কর্মী প্রতিদিন সকালে আমাকে ফোন করে বলেন, 'তৃণমূল আমাদের ধান, মাছ সব লুট করে নিচ্ছে। আর আমাদের নেতারা তৃণমূল নেতাদের সাথে কেক ভাগ করে খাচ্ছেন!' এর কোনো উত্তর নেই আমার কাছে। অনেকে আমাকে বলছেন আমি কেন বসে বসে ট্যুইট করার পরিবর্তে কিছু করছি না। আমার বয়স এখন ৭৭। বিজেপির নিয়ম অনুযায়ী আমি সক্রিয় রাজনীতির বাইরে। কর্তৃপক্ষকে আমার মতামত জানিয়েছি। দায়িত্ব শেষ আমার।
কোনো ট্যুইটে পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সাথে কুকুরের ছবির কোলাজ শেয়ার করেছেন তথাগত রায়। আবার কখনো কৈলাস বিজয়বর্গীয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'দেখলেই বমি বমি ভাব আসে।' এছাড়াও দলীয় নেতৃত্বকে কটাক্ষ করে আরও অজস্র ট্যুইট করেছেন তিনি।
অন্যদিকে বঙ্গ বিজেপি নেতৃত্বের সমালোচনা করেছেন বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপির নেতাদের রেড কার্ড দেখিয়ে দিয়েছে রাজ্যের মানুষ। যারা একদিন আমাকে বরখাস্ত করেছিলেন, পশ্চিমবঙ্গবাসী তাঁদের বরখাস্ত করে দিয়েছেন। কীভাবে এই অবস্থা হলো দলের? এর জন্য দায়ী কারা?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন