পঞ্চায়েত ভোট শুরুর তিন ঘণ্টা পর দপ্তরে এলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দপ্তরে ঢোকার সময় পঞ্চায়েত ভোট নিয়ে হিংসা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি।
ভোটের দিনও হিংসায় বিরাম নেই। সকাল থেকে একাধিক জায়গায় সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। ছয় জনের মৃত্যুর খবর সামনে এসেছে এখনও পর্যন্ত। এরমধ্যে মুর্শিদাবাদেই তিন জন। দেদার ছাপ্পা চলছে বিভিন্ন জায়গায়। চলছে বোমা, গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। বুথে নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। বেশিরভাগ অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। সকাল ৯ টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে।
সকাল থেকে এই সমস্ত অভিযোগ জানানোর জন্য কমিশনের হেল্প লাইন নম্বরে ফোন করা হচ্ছিল। দপ্তরে থাকা প্রায় এক ডজন ল্যান্ড ফোন সকাল থেকে অনবরত বেজে গিয়েছে। ফোন ধরার জন্যও কেউ ছিল না দপ্তরে। দফতর ছিল কার্যত অভিভাবকহীন।
এদিন সকাল ১০টার কিছু পরে দপ্তরে আসেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দপ্তরে ঢোকার সময় পঞ্চায়েত নির্বাচনে হওয়া হিংসা নিয়ে তাঁকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে ঢুকে যান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন