পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ শুক্রবার মামলাটি শোনার সম্ভাবনা রয়েছে।
ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর বিরুদ্ধে মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই প্রার্থী। বুধবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৭ জুলাই সিবিআইকে রিপোর্ট জমা নির্দেশ দিয়েছেন তিনি।
হাইকোর্টের পর্যবেক্ষণ, 'যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না।'
বিচারপতি সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানালে, ডিভিশন বেঞ্চ জানায়, শুক্রবার শোনা হবে মামলাটি।
উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের ২ সিপিআইএম প্রার্থী কাশ্মীরা বিবি, অনুজা বিবির অভিযোগ, তাঁদের মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও। ফলে স্ক্রুটিনির সময় বাদ চলে যায় এই তাঁদের নাম। বিডিও-র কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেন তাঁরা। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন