বাংলায় বিজেপি ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে মোঘলদের নামে থাকা সমস্ত জায়গার নাম বদলে দেওয়া হবে। এক সংবাদ সংস্থাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার 'মুঘল বাগান' সহ রাষ্ট্রপতি ভবনে থাকা সমস্ত বাগানের নাম 'অমৃত উদ্যান' করেছে কেন্দ্রের মোদী সরকার। এরপরই এই মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সংবাদ সংস্থাকে তিনি বলেন, "মুঘলরা অনেক হিন্দুকে হত্যা করেছে। আমাদের মন্দির ধ্বংস করেছে। তাদের নামে নামাঙ্কিত সমস্ত জায়গা চিহ্নিত করে সেগুলির নাম পরিবর্তন করা উচিত। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে সমস্ত ব্রিটিশ এবং মুঘলদের নাম এখান থেকে মুছে দেবে।"
স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করছে দেশ। সেই উদযাপনের অংশ হিসেবে রাষ্ট্রপতি ভবনের সমস্ত বাগানের নাম পাল্টে একটিই নাম রাখা হয়েছে - অমৃত উদ্যান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নাম দিয়েছেন। রবিবার এই অমৃত উদ্যানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। ৩১ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তা সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হবে। এই সময় প্রচুর মরসুমি ফুল ফোটে এখানে। যা দেখতে ভিড় জমান আমজনতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন