আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এই বাজেট অন্তবর্তী বাজেট হতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, ভোটের কারণে এই বাজেটে থাকতে পারে নয়া চমক। তবে, বাজেট অধিবেশন প্রতিবছরের ন্যায় এবারও রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু করতে রাজভবনের সাথে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে নবান্ন, এমনটাই সূত্রের খবর।
জানা গেছে, চলতি বছর রাজ্যের বাজেট অধিবেশন বসবে ৫ ফেব্রুয়ারি, আর শেষ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। তবে কবে বাজেট পেশ হবে তা এখনও অবধি জানা যায়নি। ইতিমধ্যেই, এই বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বছরও বিধানসভায় বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সূত্রের খবর, এবার লোকসভা নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র সরকার জনমুখী বাজেট করছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বাজেটেও থাকতে পারে নয়া চমক। তবে এই বাজেট অন্তবর্তী হবে বলেই মনে করা হচ্ছে। নির্বাচন শেষ হলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে রাজ্য সরকার।
নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে চলতি সরকার অন্তবর্তী বাজেট পেশ করে। পরে ভোটে জিতে যে দল ক্ষমতায় আসে, তাঁরাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। ২০১৯ –এর লোকসভা নির্বাচনের আগেও রাজ্য তিনদিনের অন্তবর্তী বাজেট পেশ করেছিল। তারপর ভোট শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। এইবারের বাজেটেও সেটাই হবে বলে মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন