আগামী ১৭ নভেম্বর তিলোত্তমার বিচারের দাবিতে ফের পথে নামছে অভয়া মঞ্চ। আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের ১০০ দিন সম্পূর্ণ হবে ১৭ নভেম্বর। সেই কারণে '১০০ দিন বিচারহীন' স্লোগানকে সামনে রেখে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ।
আরজি কর মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি ধৃত সঞ্জয় রায়কেও তোলা হচ্ছে শিয়ালদহ আদালতে। সুপ্রিম কোর্টে সিবিআই প্রাথমিক চার্জশিট জমা দিলেও বাংলার সাধারণ জনগণ সন্তুষ্ট হননি। সিবিআই তদন্ত নিয়ে বার বার প্রশ্ন তুলছেন তাঁরা। ৯৭ দিন হয়ে গেল এখনও সঠিক বিচার পায়নি তিলোত্তমা। আগামী ১৭ নভেম্বর ১০০ দিন হবে। সেই দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
ওই দিন বিকেল ৫টা থেকে সোদপুর থেকে মিছিল শুরু হওয়ার কথা। সন্ধ্যা ৮টায় নীরবতা পালন হবে। এছাড়া ১০০ সাইকেল মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি ১০০ মশাল মিছিল, ১০০ সেকেন্ড নীরবতা পালন এবং ১০০ রাস্তার মোড়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ওই মঞ্চ।
এর আগে গত ৯ নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালন করেছিল অভয়া মঞ্চ। জনতার চোখে বা জনতার বিচারে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন নাগরিকরা। তাঁরা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় মহিলা চিকিৎসককে। তারপর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। বিশ্বজুড়ে মানুষ গর্জে ওঠে আরজি কর কাণ্ডের প্রতিবাদে। মহিলাদের 'রাত দখল' কর্মসূচি থেকে শুরু করে দ্রোহের কার্নিভাল, জুনিয়র চিকিৎসকদের অনশন সবই দেখেছে এই রাজ্য। এবার বিচারের দাবিতে ফের একবার পথে নামছে অভয়া মঞ্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন