ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। তার আগে পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছু সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিআরএমকে দীপক নিগম জানিয়েছেন, ‘ডানা’র প্রভাবে শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে ১৬০ টি লোকাল ট্রেন। পাশাপাশি, ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই বন্ধ রাখা হচ্ছে বেশ কয়েকটি শাখার ট্রেনও।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে কোনও ট্রেন চলবে না।
এর পাশাপাশি, ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে শিয়ালদা-হাসনাবাদ শাখায়। রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা ও বারাসাত থেকে হাসনাবাদের উদ্দেশ্যে কোনও ট্রেন চলবে না। একই রকম ভাবে হাসনাবাদ থেকে বারাসাত ও শিয়ালদার উদ্দেশ্যে কোনও ট্রেন চালানো হবে না।
শুধু লোকাল ট্রেনই নয়। ‘ডানা’র প্রভাবে আগেই বাতিল করা হয়েছিল বেশ কিছু দূরপাল্লা ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, ইস্ট-কোস্ট রেল (পূর্ব উপকূলীয় রেল)-এর অনুরোধে পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পুরীগামী বেশ কিছু ট্রেনও।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৩ অক্টোবর, বুধবার কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
২৫ অক্টোবর, শুক্রবারও আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ওই দিন পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৫ টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকনিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে ‘ডানা’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, সর্বোচ্চ ১২০ কিলোমিটার। বর্তমানে ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬২০ কিমি দূরে রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন