শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল তৃণমূল। পরিবহন মন্ত্রী থাকাকালীন দপ্তর থেকে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারি করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার এরকমই অভিযোগ আনলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি।
উল্লেখ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তৃণমূলের দুর্নীতি সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘তোলাবাজ ভাইপো’র তকমা দিয়েছেন। এদিন তারই উত্তর দিলেন অখিল গিরি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কেনার অভিযোগ তুলেছেন তিনি। রামনগরের সভা থেকে তার একটি পরিসংখ্যানও দিয়েছেন অখিল বাবু। তাঁর অভিযোগ, কাঁথিতে চারটে ও কলকাতায় পাঁচটি ফ্ল্যাট রয়েছে শুভেন্দু অধিকারীর। পাশাপাশি দলে থাকার সময় বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহার করেছেন তিনি। তৃণমূলে থাকাকালীন পাইলট কার সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবহার করেছেন শুভেন্দু।
দুর্নীতির অভিযোগ করার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ভোটে জেতার চ্যালেঞ্জ জানিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। নন্দীগ্রামের বদলে দক্ষিণ কাঁথি থেকে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তোলার পর বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়ে জানানো হয়েছে, তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী থাকাকালীন কোন দুর্নীতি সামনে আসেনি। এখন বিজেপিতে যোগ দিয়েছেন বলেই সমস্ত কেলেঙ্কারি সামনে আনা হচ্ছে। এই জাতীয় ঘটনা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা স্পষ্ট। সবমিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন