চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার দুপুরে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো স্থানীয় বাসিন্দা। তাঁদের অভিযোগ, চাকরি তো দূরের কথা টাকা ফেরত চাইলে ভয় দেখাচ্ছেন ওই নেতা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগরে। এদিন দুপুরে এলাকার এককালীন দোর্দণ্ড প্রতাপ নেতা ধ্যানেশ নারায়ণ গুহ-র বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান প্রতারিত এলাকাবাসীরা। তাঁদের অভিযোগে, চাকরি দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ জনের কাছে থেকে কয়েক কোটি টাকা হতিয়েছেন ধ্যানেশ বাবু। অনেক মানুষকে দিয়ে কাজ করিয়ে তাঁদের টাকা দিচ্ছেন না। এমনকি কয়েকজনের কাছ থেকে ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছে না। টাকা ফেরত চাইতে গেলে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন তিনি।
স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রয়োজনীয় তদন্ত করে ধ্যানেশ বাবুকে গ্রেফতার করা হোক।
অভিযুক্ত ওই নেতা প্রথমে সিপিআইএম করতেন। তৃণমূল ক্ষমতায় আসার কয়েক বছর আগে তৃণমূলে যোগ দেন তিনি। দীর্ঘদিন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন। কর্মাধ্যক্ষের পদও সামলেছেন তিনি। এরপর গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ধ্যানেশ বাবু। স্থানীয়দেরই দাবি, বিজেপির সাথেও যোগাযোগ ত্যাগ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু করেননি তিনি।
এই ব্যাপারে ধ্যানেশ গুহর স্ত্রী কণা গুহের দাবি, বাসিন্দাদের সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, হঠাৎ কেন আজ এ সমস্ত অভিযোগ হচ্ছে? এই ঘটনার পিছনে চক্রান্ত দেখছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ধ্যানেশ গুহর নামে টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন